তথ্যপ্রযুক্তি

ভাইবার বন্ধ

জনপ্রিয় ইন্টারনেট কলিং এবং মেসেজিং সেবা ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করেছে সরকার। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফিরোজ সালাহউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার মধ্যরাত থেকে বাংলাদেশের ব্যবহারকারীরা ভাইবার ব্যবহার করতে পারছেন না।সচিব ফিরোজ সালাহউদ্দিন জানান, সাময়িক সময়ের জন্য এ সেবা বন্ধ করা হয়েছে। `সফটওয়্যার সম্পর্কিত কারিগরি পরীক্ষা` শেষ হলেই সেবা চালু করা হবে।জানা যায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ ব্যাপারে ব্যবস্থা নিতে দেশের সব মোবাইলফোন অপারেটর, আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অপারেটরগুলোকে সেবা দুটি ব্লক করার চিঠি পাঠায়।এদিকে শনিবার রাত ১২টা থেকে ভাইবারের এই সেবা বন্ধ থাকবে বলে সরকার এরইমধ্যে একাধিক বিদেশি দূতাবাসে নোটিশ পাঠিয়েছেন বলে জানা গেছে।আরএস

Advertisement