আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : বাংলাদেশের নদী- শেষ পর্ব

বাংলাদেশ নদী মাতৃক দেশ। এ দেশে ছোট-বড় ২৩০টি নদী রয়েছে। পদ্মা-মেঘনা-যমুনাসহ আছে বিচিত্র নাম। সেই নদী সম্পর্কে জানতেই ‘বাংলাদেশের নদী’ নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব-১. প্রশ্ন : নদী গবেষণা ইনস্টিটিউট কবে স্থাপিত হয়?উত্তর : ১৯৭৭ সালে।২. প্রশ্ন : বর্তমানে ঢাকা কতটি নদী দ্বারা বেষ্টিত? উত্তর : ৫টি। ৩. প্রশ্ন : ঢাকার দক্ষিণে কোন নদী?উত্তর : বুড়িগঙ্গা।৪. প্রশ্ন : ঢাকার পশ্চিমে কোন নদী?উত্তর : তুরাগ।৫. প্রশ্ন : ঢাকার পূর্বে কোন নদী?উত্তর : বালু ও শীতলক্ষ্যা।৬. প্রশ্ন : ঢাকার উত্তরে কোন নদী?উত্তর : টঙ্গী খাল বা টঙ্গী নদী।৭. প্রশ্ন : জাফরাবাদ জলমহাল কোন নামে পরিচিত?উত্তর : পদ্মা-মহানন্দা অভয়াশ্রম।৮. প্রশ্ন : বাংলাদেশ-মায়ানমার অভিন্ন নদী কোনটি?উত্তর : ৩টি। ৯. প্রশ্ন : বাংলাদেশ-মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কী?উত্তর : নাফ নদী। ১০. প্রশ্ন : নাফ নদীর দৈর্ঘ্য কত?উত্তর : ৫৬ কিলোমিটার। ১১. প্রশ্ন : মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে কোন কোন নদী?উত্তর : নাফ, সাঙ্গু ও সানকা।১২. প্রশ্ন : দক্ষিণ তালপট্টি কোথায় অবস্থিত?উত্তর : হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়।১৩. প্রশ্ন : বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদী কোনটি?উত্তর : হাড়িয়াভাঙ্গা নদী।১৪. প্রশ্ন : গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত নদীর অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্গত?  উত্তর : ৩৩%।১৫. প্রশ্ন : ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?উত্তর : ১৬.৫ কিলোমিটার।১৬. প্রশ্ন : ভারত-বাংলাদেশের নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য কী?    উত্তর : দু’দেশের নদীগুলোর নাব্যতা রক্ষা করা।১৭. প্রশ্ন : গঙ্গা নদীর পানিপ্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের কী প্রস্তাব ছিলো? উত্তর : নেপালে জলাধার নির্মাণ।১৮. প্রশ্ন : বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা একমাত্র নদী কোনটি?উত্তর : মহানন্দা।১৯. প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?উত্তর : মেঘনা।২০. প্রশ্ন : কর্ণফুলী নদীর উৎস কোথায়?উত্তর : মিজোরামের লুসাই পাহাড়।এসইউ/পিআর

Advertisement