খেলাধুলা

রেকর্ড গড়ে কাতিনকার তৃতীয় সোনা

অলিম্পিক রেকর্ড গড়ে রিওতে তৃতীয় সোনা জিতলেন হাঙ্গেরির ‘লৌহমানবী’ খ্যাত কাতিনকা হোসসু। গেমসের চতুর্থ দিনে বাংলাদেশ সময় বুধবার সকালে দুই মিনিট ৬ দশমিক ৫৮ সময় নিয়ে অলিম্পিক রেকর্ডও গড়েন এর আগে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে ও ১০০ মিটার ব্যাকট্রোকে সোনা জেতা এই সাঁতারু।  একই ইভেন্টে দুই মিনিট ৬.৮৮ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছেন যুক্তরাজ্যের ম্যারি ও’কনো। ব্রোঞ্জ জেতা যুক্তরাষ্ট্রের মায়া ডিরাডো সময় নিয়েছেন ২ মিনিট ৮.৭৯ সেকেন্ড।ব্যক্তিগত আরেকটি ইভেন্ট ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সাঁতরাবেন হোসসু। আর এ ইভেন্টে সোনা পেলে তিনি স্পর্শ করবেন ব্যক্তিগত ইভেন্টে চারটি সোনাজয়ী একমাত্র নারী সাঁতারু ক্রিস্টিন অটোকে। ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে এই কীর্তি গড়েছিলেন পূর্ব জার্মানির এই তারকা।উল্লেখ্য, আগের তিন অলিম্পিকে কোন পদক না পেয়েই দেশে ফিরেছিলেন কাতিনকা হোসসু। এমআর/পিআর

Advertisement