জাতীয়

জেএমবির স্লিপার সেলের ৫ সদস্য আটক

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে র‌্যাব নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির স্লিপার সেলের ৫ সদস্যকে আটক করেছে। র‌্যাবের দাবি আটককৃতদের আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল। উপরের নির্দেশ পেলেই তারা হামলা করতো।বুধবার দুপুরে র‌্যাব সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান একথা বলেন।তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যরা আত্মঘাতী হামলার পূর্ণপ্রস্তুতি নিয়েছিলো। তারা নির্দেশনার অপেক্ষায় ছিল। সারাদেশে জেএমবির স্লিপারসেলের বেশ কিছু সদস্য বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নাশকতার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে আসছে। ফেইসবুক, ইমো ছাড়াও টেলিগ্রাম, থ্রিমা ইত্যাদি সামাজিক যোগাযোগের মাধ্যমে জঙ্গি সংগঠনের সদস্যরা যোগাযোগ রক্ষা করছে।র‌্যাবের অনুসন্ধানে জেএমবির এই দলে নারী সদস্যদের সক্রিয়তা পাওয়া গেলেও বিস্তারিত কিছু জানা যায়নি।সংবাদ সম্মেলনে জানানো হয় মঙ্গলবার রাতে র‌্যাবের অভিযানে স্লিপার সেলের ৫ জন ও আত-তামকিন নামক একটি সাইটের অ্যাডমিন ধরা পড়ে।এরা হচ্ছেন মোস্তাফিজুর রহমান ওরফে সিফাত (২৭), জাহিদ হাসান ওরফে মাইন (২১), মো. নয়ন হোসেন (২১), জাহিদ আনোয়ার ওরফে পরাগ (২২), মো. জিয়াবুল হক (২৪) এবং মো. তাজুল ইসলাম ওরফে তাজুল (২৯)। এদের মধ্যে জাহিদ হাসান আত-তামকিনের অ্যাডমিন।মুফতি মাহমুদ খান বলেন, বিভিন্ন জঙ্গি হামলার পর ‘আত-তামকীন’ নামক ওয়েব সাইট মিডিয়াতে নিজেদেরকে আইএস হিসাবে সম্প্রচার করে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের ব্যানারে প্রকাশ করার মূল উদ্দেশ্য জঙ্গি হামলাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনা।তবে বাংলাদেশের এ সকল জঙ্গি সংগঠনের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের এখন পর্যন্ত সরাসরি যোগাযোগের কোন প্রমান পাওয়া যায়নি বলেও জানান তিনি।আটককৃতদের বরাত দিয়ে মুফতি মাহমুদ খান বলেন, তারা মূলত জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিমের (এটিবি)সদস্য।তিনি বলেন, জেএমবি সদস্যরা নিজেদেরকে দাওলাতুল ইসলাম বাংলাদেশের সদস্য বলে দাবি করে। দাওলাতুল ইসলাম বাংলাদেশ এ পর্যন্ত ১১টি হামলা চালিয়েছে বলে জানা গেছে। এর মধ্যে গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁ ও মাদারীপুরে শিক্ষকের উপর সংগঠিত জঙ্গি হামলাও অন্তর্ভূক্ত আছে।এআর/এআরএস/পিআর

Advertisement