আন্তর্জাতিক

আলেপ্পোতে ভয়াবহ ঝুঁকিতে ২০ লাখ মানুষ

সিরিয়ার আলেপ্পো শহরে ২০ লাখ মানুষ ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। এমন তথ্য দিয়ে দেশটিকে সতর্ক করেছে জাতিসংঘ। এই বিশাল জনগোষ্ঠীর প্রাণ রক্ষায় শহরটিতে অবিলম্বে ত্রাণ এবং মানবাধিকারকর্মীদের প্রবেশের সুযোগ করে দেয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘ।শহরটিতে কয়েক সপ্তাহ ধরে সিরীয় বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ লড়াই চলছে। দু`পক্ষের তীব্র লড়াইয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে সেখানকার বাসিন্দারা।এক বিবৃতিতে বলা হয়েছে, শহরের ২০ লাখের বেশি মানুষ অবরোধ ঝুঁকির মধ্যে বাস করছে। এদের মধ্যে দুই লাখ ৭৫ হাজার মানুষ আলেপ্পোর পূর্বাঞ্চলে আটকা পড়ে আছে।অবরুদ্ধ অবস্থায় আটকে থাকার কারণে খাবার, পানির সংকটে রয়েছে ওই শহরের লোকজন। এ অবস্থা চলতে থাকলে না খেয়ে বহু মানুষের মৃত্যু হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। টিটিএন/পিআর

Advertisement