খেলাধুলা

ইয়াসির নয় লিখনেই অনুপ্রেরণা খোঁজেন কোচ

ইংল্যান্ডের বিপক্ষে তাদের ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম বিধ্বংসী এ স্পিনারের বোলিং তোপে পড়ে লর্ডসে প্রথম টেস্টে পরাজয় বরণ করে স্বাগতিক ইংল্যান্ড। তবে ইয়াসির শাহ’র দুর্দান্ত বোলিং থেকে অনুপ্রেরণার কিছু পান না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হাথুরুসিংহে। বরং, বাংলাদেশের লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন ভালো করলেই কেবল অনুপ্রেরণা খুঁজে পান এ কোচ।মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্পে দ্বিতীয় দিনের মত কোচিং করাতে আসেন হাথুরুসিংহে। এরপর বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন ইংল্যান্ডের স্পিন দুর্বলতা নিয়ে। উদাহরণ হিসেবে ইয়াসির শাহ‘র দুর্দান্ত পারফরম্যান্সের কথা উল্লেখ করেন তিনি।উত্তরে হাথুরুসিংহে বলেন, ‘কে কি করলো তা আমাকে অনুপ্রেরণা দেয় না। যদি আমার কোন খেলোয়াড় ভালো করে, তবে আমাকে তা অনুপ্রাণিত করে। যদি লিখনের কথা বলতে চান, সে আমাদের পক্ষেই আছে।’ইয়াসির শাহর মত কার্যকরী না হলেও টেস্টে বাংলাদেশের অন্যতম ভরসা লিখন। ইতোমধ্যেই খেলেছেন ছয়টি টেস্ট। তবে সে তুলনায় ঘরোয়া টুর্নামেন্টে সেভাবে সুযোগ পাচ্ছেন না তিনি। তাই লিখনের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসের অভাব থেকে যাবে বলে মনে করেন হাথুরু। তবে যে কয় ম্যাচে সুযোগ পেয়েছেন তাতে ভালো করায় লিখনের উপর সন্তুষ্ট তিনি।‘যদি আপনার বোলাররা ম্যাচ না খেলে তাহলে তারা অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস পাবে না; কিন্তু আমি তার ফিটনেস নিয়ে কিছু শুনিনি। সে কিছু ম্যাচ খেলেছে এবং জিতেছে এটা দলের জন্য অনুপ্রেরণাদায়ক।’এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ১৬টির মধ্যে সাতটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন লিখন। এরমধ্যে একটি ম্যাচে ছয় উইকেটসহ মোট ১৯.৩ গড়ে ১৩টি উইকেট পেয়েছেন তিনি।আরটি/আইএইচএস/এবিএস

Advertisement