আজ মঙ্গলবার রাতে সেভিয়ার বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। উয়েফা সুপার কাপের অল-স্প্যানিশ লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল খেলতে পারছেন না। আর বিবিসি`র আরেক যোদ্ধা করিম বেনজেমাকে নিয়ে ঝুঁকি নিতে চান না রিয়াল মাদ্রিদের কোচ করিম বেনজেমা। ফরাসি এই স্টাইকার নিতম্বের ইনজুরিতে ভুগছেন। তবে রিয়ালের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন চালিয়ে যাচ্ছেন বেনজেমা। তাকে আজ পাওয়া যাচ্ছে না বলে জানান জিদান। আসন্ন স্প্যানিশ লা লিগা, কোপা দেল রেসহ প্রতিযোগিতামূলক ম্যাচে হয়তো ফিট বেনজেমাকেই কাজে লাগাতে চান রিয়াল বস।জিনেদিন জিদান বলেন, ‘করিম ভালো আছে। কিন্তু গত কয়েকটি ম্যাচে সে খেলেনি। তাকে নিয়ে এখনই ঝুঁকি নিতে চাই না। কঠোর পরিশ্রম করছে। নিজেকে ভালোভাবে প্রস্তুত করছে। কখন তাকে মাঠে নামানো যায়, সে বিষয়টি নিয়ে ভাবছি।’এনইউ/এমএস
Advertisement