পুরস্কার দেয়ার মতোরুমকীর হাতব্যাগটা হারিয়ে গিয়েছিল। ব্যাগটা পেয়ে ফেরত দিতে এলো বিল্লাল-রুমকী : আশ্চর্য। আমি যখন ব্যাগটা হারিয়েছি, তখন ভেতরে একটা ৫০০ টাকার নোট ছিল, এখন ভেতরে ১০টা ৫০ টাকার নোট- এটা কেমন করে সম্ভব!বিল্লাল : সম্ভব। কারণ, এর আগে যখন আমি একজনের ব্যাগ ফেরত দিতে গিয়েছিলাম, তার কাছে আমাকে পুরস্কার দেয়ার মতো ভাঙতি টাকা ছিল না!****একজন মানুষের দু’টো স্ত্রীমাঝরাতে সরদারজির ফোন এলো ডাক্তারের কাছে-সরদারজি : ডাক্তার সাহেব, আমার স্ত্রীর অ্যাপেন্ডিক্সে প্রচণ্ড ব্যথা হচ্ছে।ডাক্তার : উফ, মাঝরাতে উল্টাপাল্টা কথা বলে বিরক্ত করবেন না। ঘুমান।একটু পর আবার সরদারজির ফোন-সরদারজি : ডাক্তার সাহেব, অ্যাপেন্ডিক্সের ব্যথায় আমার স্ত্রী ঘুমাতে পারছে না।ডাক্তার : আরে বোকা, গত বছর যখন ব্যথা হলো, আমি নিজে অপারেশন করে আপনার স্ত্রীর অ্যাপেন্ডিক্স ফেলে দিয়েছি। একজন মানুষের দু’টা অ্যাপেন্ডিক্স হয়, কখনো শুনিনি।সরদারজি : কিন্তু একজন মানুষের দু’টো স্ত্রীর কথা নিশ্চয়ই শুনেছেন।****তার বোনের সাথে১ম বন্ধু : দোস্ত, আমার বউটারে আর বিশ্বাস নাই। খালি মিথ্যা কথা কয়। কী যে করি!২য় বন্ধু : কেন, কী হইছে দোস্ত?১ম বন্ধু : আর কইস না। কাল রাতে আমি বাড়ি ছিলাম না। সকালে আইসা দেখি বউ ঘরে নাই। দুপুরে ফিরতেই জিগাইলাম, কই গেছিলা? কয় তার বোনের বাড়িতে বেড়াতে গেছিল।২য় বন্ধু : হুম, তয় বিশ্বাস না করার কী হইল?১ম বন্ধু : আরে আমিই তো তার বোনের সাথে ছিলাম।****অন্যের ব্যাপারে নাক গলানচকলেটের দোকানে খোকার সঙ্গে দেখা হলো এক ভদ্রলোকের-ভদ্রলোক : খোকা, এত চকলেট খেয়ো না। খেলে তোমার দাঁতে পোকা হবে, পেট খারাপ হবে, অল্প বয়সেই নানা রোগবালাই ধরবে।খোকা : আপনি বুঝি অনেক দিন বাঁচতে চান?ভদ্রলোক : অবশ্যই।খোকা : আমার দাদির বয়স ১০৭ বছর।ভদ্রলোক : তোমার দাদি নিশ্চয়ই ছোটবেলায় এত বেশি চকলেট খেতেন না।খোকা : সেটা জানি না। তবে দাদি কখনোই অন্যের ব্যাপারে নাক গলান না।এসইউ/পিআর
Advertisement