ঘরের ছেলে ঘরে ফিরলো, তবে এবার বিশ্ব রেকর্ড গড়ে। জুভেন্টাস থেকে পগবাকে দলে আনতে ম্যানচেস্টার ইউনাইটেডকে গুনতে হল হান্ড্রেড মিলিয়ন পাউন্ড। যা দলবদলের বাজারের ইতিহাসে সর্বোচ্চ দামের বিশ্ব রেকর্ড।ম্যানচেস্টার ইউনাইটেড তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, ‘ম্যানইউ কর্তৃপক্ষ আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, জুভেন্টাস থেকে পল পগবা তার ট্রান্সফার সম্পন্ন করেছে।’ ইউনাইটেডের ওয়েবসাইটে পগবা বলেন, ‘আমি আবারও ইউনাইটেডে আসতে পেরে খুশি। এই ক্লাব সব সময় আমার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে। হোসে মরিনহোর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি।’উল্লেখ্য, ম্যানইউ’র যুব দল থেকেই ওঠে আছেন পগবা। তবে মূল একাদশে জায়গা পাওয়ার জন্য তিন বছর অপেক্ষা করেন তিনি। জায়গা না পেয়ে অবশেষে পাড়ি জমান জুভেন্টাসে। তাকে একেবারে বিনামূল্যে কিনেছিল জুভরা। অবশেষে সেই পগবাকে শত মিলিয়ন পাউন্ড খরচ করে কিনে নিতে বাধ্য হলো রেড ডেভিলরা।দলবদলের রেকর্ড:১০০ মিলিয়ন পাউন্ড, পল পগবা (২০১৬ সালে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে)৮৬ মিলিয়ন পাউন্ড, গ্যারেথ বেল (২০১৩ সালে টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদে)৮০ মিলিয়ন পাউন্ড, ক্রিশ্চিয়ানো রোনালদো (২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে)৭৬ মিলিয়ন পাউন্ড, গঞ্জালো হিগুয়াইন (২০১৬ সালে নাপোলি থেকে জুভেন্টাসে)৭১.১ মিলিয়ন পাউন্ড, নেইমার (২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায়)৬৫ মিলিয়ন পাউন্ড, লুইস সুয়ারেজ (২০১৪ সালে লিভারপুল থেকে বার্সেলোনায়)৬৩ মিলিয়ন পাউন্ড, হামেস রদ্রিগেজ (২০১৪ সালে মোনাকো থেকে রিয়াল মাদ্রিদে)এমআর/পিআর
Advertisement