সরকার আগামী ২০২২ সালের মধ্যে দেশের আইটি খাত থেকে রপ্তানির পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান থোলন্স-এর সহায়তায় একটি নীতিমালা কৌশল ও নির্দেশিকা প্রণয়ন করতে যাচ্ছে। শনিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম ‘ইউনিটিং ভিশন্স : ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট’ শীর্ষক এক কর্মশালায় এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, এই নীতিমালার কৌশল এবং নির্দেশাবলী বিদেশী বড় কোম্পানিগুলোকে বাংলাদেশের করার আইটি খাতে বিনিয়োগ আকৃষ্ট করার অনুকুল পরিবেশ তৈরি করবে।বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি)-এর লিভারাজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়েমেন্ট এন্ড গর্ভনেন্স (এলআইসিটি) প্রজেক্ট এবং থোলন্স ও এওন হিউইটি যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।আশরাফুল ইসলাম পরিচালিত কর্মশালায় উপস্থিত ছিলেন দেশ-বিদেশের আইটি শিল্পের নেতৃবৃন্দ, আইটি বিশেষজ্ঞগণ, আমলা ও শিক্ষাবিদগণ।কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন- থোলন্স রিচার্সের প্রেসিডেন্ট ম্যানুয়েল রেভাগো। তিনি বলেন, ২০২২ সালের মধ্যে আইটি রপ্তানি খাতে এক বিলিয়ন মার্কিন ডলার আয়ের এই লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী না, এটি অর্জন করা সম্ভব।এছাড়া কর্মশালায় আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার ইনফরমেশন এন্ড সার্ভিসেস (বেসিস)-এর সভাপতি শামীম আহসান, আইসিটি বিভাগের পরিকল্পনা ও উন্নয়ন যুগ্ম সচিব শ্যামা প্রসাদ ব্যাপারি, এলআইসিটি প্রকল্পের পরিচালক মো. রেজাউল করিম, বেসিসের সাধারণ সম্পাদক রাসেল টি আহমেদ, বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের অধ্যাপক ফরহাদ আনোয়ার ও নর্থ সাউথ ইউনিভার্সিটি বৈদ্যুতিক এবং কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক এম রোকোনুজ্জামান। -বাসসআরএস
Advertisement