জাগো জবস

সরকারি চাকরিতে প্রবেশের বয়স

দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একজন তরুণের মাস্টার্স পাস করে বের হতে হতেই বয়স ২৭-২৮ বছর পার হয়ে যায়। আর সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। একজন তরুণের হাতে খুব অল্পই সময় থাকে চাকরির নিয়োগ পরীক্ষা দেয়ার জন্য। তাই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ করার জন্য বিশেষ অনুরোধ করছি। কেননা শিক্ষিত বেকারের কর্মসংস্থান না হলে তারা হতাশায় ভুগবে। এই হতাশা, ব্যর্থতার কারণে তারা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। তাদের যোগ্যতা ও মেধা যাতে জাতির কাজে লাগে সেই ব্যবস্থা নিন।লেখক: মিরপুর, ঢাকা।এসইউ/আরআইপি

Advertisement