জোকস

আজকের জোকস : ঋণ নিয়ে বিয়ে করতাম

ঋণ নিয়ে বিয়ে করতামকামাল মিয়া একটি ব্যাংকে গিয়ে ব্যাংক কর্মকর্তাকে বলছেন-কামাল : আমি ১০ লাখ টাকা ঋণ নিতে চাই।কর্মকর্তা : কী উদ্দেশ্যে ঋণ নেবেন?কামাল : এই টাকা দিয়ে আমি গাড়ি কিনব।কর্মকর্তা : ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তবে আগেই বলে রাখি, আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দিতে না পারেন, ব্যাংক আপনার গাড়ি নিয়ে নেবে।কামাল : ইস! আগে বলবেন না? আগে জানলে আমি ঋণ নিয়ে বিয়ে করতাম!****পাইলটরা কি উড়তে জানেজাহাজের ক্যাপ্টেন নিয়োগ পেতে এক লোক ইন্টারভিউ দিতে এসেছে-কর্মকর্তা : তুমি কি সাঁতার জানো?প্রার্থী : জি না স্যার।কর্মকর্তা : সে কী, জাহাজের ক্যাপ্টেন পদে চাকরি করতে এসেছ অথচ সাঁতার জানো না!প্রার্থী : কিছু মনে করবেন না স্যার, পাইলটরা তো উড়োজাহাজ চালায়, কিন্তু তারা কি উড়তে জানে!****একটাই কঠিন প্রশ্নমস্কোর এক স্কুল পরিদর্শনে গেছেন এক পরিদর্শক। এরই মাঝে ক্লাস এইটের শ্রেণিকক্ষে ঢুকে তিনি বেশ রসিকতা করেই জানতে চাইলেন-পরিদর্শক : তোমরা কী চাও? আমি কি তোমাদের দু’টো সহজ প্রশ্ন করব, নাকি একটা কঠিন প্রশ্ন? পেছনের সারি থেকে এক ছাত্র দাঁড়িয়ে বলল-ছাত্র : বেশ তো! একটা কঠিন প্রশ্নই না হয় করুন। পরিদর্শক : তাহলে তুমিই আমাকে বল যে বিশ্বে সবচেয়ে প্রাচীন জাদুঘর কোনটি? ছাত্র: মস্কো ন্যাশনাল মিউজিয়াম অব রাশিয়া- পরিদর্শক : কিন্তু এটা তো ভুল। তুমি কীভাবে বলছ যে মস্কো ন্যাশনাল মিউজিয়ামই সবচেয়ে প্রাচীন জাদুঘর? ছাত্র : মাফ করবেন স্যার। আপনার কিন্তু একটাই কঠিন প্রশ্ন করার কথা ছিল, দুটো নয়!এসইউ/এমএস

Advertisement