খেলাধুলা

সাকিবের ছোঁয়ায় সিপিএল চ্যাম্পিয়ন জ্যামাইকা

জ্যামাইকার হয়ে প্রথম বারের মত খেলতে এসে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন বাংলাদেশি তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিওর্সকে ৯ উইকেটে হারিয়ে শিরোপার স্বাদ পায় গেইল নেতৃত্বাধীন দলটি।  সোমবার ভোরে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাকিব-ইমাদদের বোলিং তোপে পড়ে মাত্র ৯৩ রানে অলআউট হয় গায়ানা ওয়ারিওর্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন সোহেল তানভীর। ১৭ রান করেন ডুয়াইন স্মিথ আর ১০ রান করেন ক্রিস বার্নওয়েল। গায়ানাকে স্বল্প রানে অলআউট করতে বল হাতে দারুণ অবদান রাখেন সাকিব। চার ওভারে ২৫ রান দিয়ে তুলে নিয়েছেন দুটি উইকেট। ক্রিস লিয়ন ও জ্যাসন মোহাম্মদ তার শিকারে পরিণত হন। এছাড়া ইমদাদ ওয়াসিম নেন তিন উইকেট। স্বল্প রানের  টার্গেটে ব্যাট করতে নেমে জ্যামাইকার অধিনায়ক ক্রিস গেইলের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ১২.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় দলটি। ২৭ বলে ৫৪ রান করে আউট হন তিনি। এছাড়া ২৫ রানে অপরাজিত থাকেন ওয়াল্টন। তাতে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে ওঠে তারা। ম্যাচ সেরা নির্বাচিত হন ইমদাদ ওয়াসিম আর টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন আন্দ্রে রাসেল। এমআর/এমএস

Advertisement