খেলাধুলা

মেসিকে নিয়ে আশাবাদী আর্জেন্টিনা কোচ

কোপা আমেরিকার ফাইনালে ব্যর্থতার দায় নিয়ে জাতীয় দল থেকে সরে দাঁড়ান লিওনেল মেসি। তাকে ফেরাতে মরিয়া গোটা ফুটবল  দুনিয়া। আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেয়ার পর  এদগার্দো বাউজা নিজেই প্রথম দায়িত্ব হিসেবে বেছে নিলেন মেসিকে আবারো আন্তর্জাতিক ফুটবলে ফেরানো। সেটা পারবেন বলে আশাবাদী বাউজা। তবে জোর করতে নারাজ এই কোচ।   মেসিকে নিয়ে এদগার্দো বাউজা বলেন, ‘একজন খেলোয়াড়ের সঙ্গে ফুটবল নিয়ে কথা বলা সহজ। এর পর যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে, তাহলে আমি নেব। আপনাকে যখন হতাশা ঘিরে ধরে  কী কথা বলতে পারে তা আমি বুঝি, কিন্তু আমি এও জানি এগুলো পাল্টাতেও পারে।’আগামী বুধবার মেসির সঙ্গে কথা বলতে পারেন বাউজা। এ বিষয়ে তিনি বলেন, ‘তার (মেসি) একটি ম্যাচ আছে (বার্সেলোনার হয়ে সাম্পদোরিয়ার বিপক্ষে)। ফুটবল নিয়ে কথা বলার জন্য সে যদি  সময় বের করতে পারে, তাহলে তাকে (সেপ্টেম্বরে) জাতীয় দলের দুটি ম্যাচের জন্য ডাকা যায় কি না, তা নিয়ে আলোচনা করব।’এনইউ/এমএস

Advertisement