খেলাধুলা

রাসেল-ঝড়ে ফাইনালে সাকিবের জ্যামাইকা

আগের ম্যাচ জিতলেই ফাইনালের টিকিট পেয়ে যেতো জ্যামাইকা তালাওয়াস। কিন্তু প্রথম প্লে-অফের ওই ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে হেরে যাওয়ায় সেটা আর হয়নি। ফাইনালের জন্য অপেক্ষা বাড়ে সাকিব আল হাসানের দলের। এবার সেই অপেক্ষার অবসান হলো। আজ শনিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে আন্দ্রে রাসেলের ঝড়ো সেঞ্চুরিতে ভর করে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ১৯ রানে জিতে ফাইনালের খেলা নিশ্চিত করেছে সাকিবের জ্যামাইকা।সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯৫ রান করে জ্যামাইকা তালাওয়াস। জবাবে ১২ ওভারে ৭ উইকেট খুইয়ে ১১০ রান করতে সক্ষম হয় শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। লক্ষ্য তাড়া করতে নেমে প্রতিরোধ গড়েছিলেন ত্রিনবাগোর দুই ব্যাটসম্যান হাশিম আমলা ও কলিন মুনরো! কিন্তু সাকিব-রাসেলের বোলিং তোপে খুব বেশি সুবিধা করতে পারেননি তারাও। সাকিবেরর শিকার হওয়া আমলা করেছেন ৩৭ রান। আর কলিন মুনরো দলীয় সর্বোচ্চ ৩৮ রান করেন। বাকি ব্যাটসম্যানরা ছুঁতে পারেননি দুই অঙ্ক। জ্যামাইকার পক্ষে সেরা বোলার সাকিব আল হাসান। ২৩ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। আন্দ্রে রাসেল ২৭ রান দিয়ে পকেটে পুরেছেন দুই উইকেট। ইমাদ ওয়াসিম ঝুলিতে জমা করেছেন একটি উইকেট।এর আগে টসে হেরে ব্যাট করতে নামা জ্যামাইকাকে আলোর পথ দেখান আন্দ্রে রাসেল। ঝড়ো গতিতে তুলে নিয়েছেন সেঞ্চুরি। অ্যান্ডারসন ফিলিপের বলে ধরাশায়ী হওয়ার আগে মাত্র ৪৪ বলে ৩টি চার ও ১১টি ছক্কায় ঠিক ১০০ রান করেন ক্যারিবিয় এই অলরাউন্ডার। সাকিব করেছেন ২৩ বলে ১৯ রান। এ ছাড়া ২৬ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৫ রান আসে ক্রিস গেইলের ব্যাট থেকে।ত্রিনবাগোর পক্ষে ৪৫ রান খরচায় ৩ উইকেট পকেটে পুরেছেন কেভিন কুপার। একটি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ফিলিপ, ড্যারেন ব্রাভো ও সুনীল নারিন। ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করায় ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন জ্যামাইকার তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।এনইউ/এবিএস

Advertisement