সিরিয়ায় আসাদের অস্ত্রাগার বিদ্রোহীদের হাতে চলে গেছে। শুক্রবার রাতে আলেপ্পো শহরের একটি সামরিক অস্ত্রাগারে হামলা চালিয়ে সেটির কিছু অংশ দখল করে নেয়ার দাবি করেছে বিদ্রোহীরা। তাদের দাবি, সরকারের পতন করতে তারা হামলা চালিয়ে সামরিক অস্ত্রাগার দখলে নিয়েছে। দেশটিতে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, সরকারের সামরিক অস্ত্রাগারের কিছু অংশ বিদ্রোহীদের দখলে চলে গেছে। তবে সিরীয় সেনাবাহিনী বলছে, তারা বিদ্রোহীদের ওই হামলা ব্যর্থ করে দিয়েছে। হামলায় বহু বিদ্রোহী নিহত হয়েছে। গত মাস থেকে আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকগুলোতে আটকা পড়েছে আড়াই লাখ বেসামরিক নাগরিক। গত মাসে সরকারি বাহিনী ওই এলাকাগুলোর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে বহু মানুষ ওই এলাকায় আটকা পড়ে।টিটিএন/আরআইপি
Advertisement