যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যা করেছিল পুলিশ। সম্প্রতি পুলিশ ওই কিশোরকে গুলি করে হত্যা করার আগের মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছে। খবর বিবিসির। গত সপ্তাহে গাড়ি চুরির সন্দেহে পল ওনীল নামে ১৮ বছরের কিশোরকে তাড়া করে পুলিশ। পরে পুলিশের গুলিতে নিহত হয় ওই কিশোর।পুলিশ সদস্যদের শরীরে সঙ্গে থাকা ক্যামেরায় অস্ত্রহাতে তাকে তাড়া করার দৃশ্য ধরা পড়ে।এমন এক সময় এই ঘটনা ঘটেল যখন আমেরিকায় তরুণ কৃষ্ণাঙ্গ সম্প্রদায় এবং পুলিশের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে।ভিডিও ফুটেজে পল ওনীলের গাড়িকে লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায়। এরপর সে যখন দৌড়ে পালাতে থাকে তখন তার পিছু পিছু পুলিশ সদস্যও গুলি ছুড়তে ছুড়তে দৌড়াতে থাকেন ।এই ভিডিও ফুটেজকে খোদ পুলিশের একটি স্বাধীন প্যানেলই মর্মান্তিক ও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।শহরটিতে সর্বোচ্চ স্বচ্ছতার অঙ্গীকারের অংশ হিসেবে এই প্রথম পুলিশের ক্যামেরায় ধারণ করা কোনও ভিডিও এত দ্রুত প্রকাশ করা হল । নতুন আইন অনুসারে পুলিশের বড় ধরনের গোলাগুলির ঘটনায় ৬০ দিনের মধ্যে পুলিশকে তার ভিডিও প্রকাশ করতে হবে।পুলিশের অভিযোগ ২৮শে জুলাই ওনীল একটি গাড়ি চুরি করে পালাতে চেষ্টা করলে পুলিশ তাকে তাড়া করে এবং গুলি ছোড়ে। তার পোস্টমর্টেম পরীক্ষায় দেখা যায়, শরীরর পেছনে গুলি লাগার কারণে তার মৃত্যু হয়েছিল।যদিও ওনীল নিহত হওয়ার সময়কার দৃশ্য প্রকাশ করা হয়নি। পুলিশের দাবি, সেসময় সেখানে ক্যামেরা ত্রুটিপূর্ণ ছিল ।পুলিশের এক মুখপাত্র বলেছেন, শরীরে সংযুক্ত ক্যামেরার ইচ্ছাকৃতভাবে অপব্যবহার করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি না।এদিকে, শিকাগো পুলিশ ইউনিয়নের পক্ষ থেকে বলা হচ্ছে, এ ধরনের ভিডিও ফুটেজ প্রকাশ করা কর্মকর্তাদের প্রতি অন্যায় এবং এর ফলে তাদের নিরাপত্তা ক্ষুণ্ণ হতে পারে।এই ঘটনায় অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
Advertisement
টিটিএন/আরআইপি