হরতাল-অবরোধে পুড়ছে দেশ। এই আগুনে দগ্ধ ঢাকাই সিনেমা। প্রায় দর্শকশূন্য থাকছে হল। প্রতিদিনই লোকসানের বোঝাটা ভারী থেকে আরো ভারী হচ্ছে। এমন পরিস্থিতিতে, ছবি মুক্তির তারিখ যেমন পিছিয়ে যাচ্ছে নতুন ছবি নির্মাণেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফলে, অঘোষিত এক মন্দার কবলে ঢালিউড।হরতাল-অবরোধের আঁচ লেগেছে, চলচ্চিত্র শিল্পে। ভালো ছবির অভাবে এমনিতেই ধুকে ধুকে চলছে হলগুলো। তারওপর চলমান রাজনৈতিক অস্থিরতায় প্রায় দর্শক শূন্য থাকছে প্রেক্ষাগৃহ।বর্তমানে দেশে সচল সিনেমা হলের সংখ্যা সাড়ে চারশো। শুধু রাজধানীতে প্রতিদিন চারটি করে শো চললেও শহরতলী, জেলা-উপজেলা কিংবা বিভাগীয় শহরে তা দুটির বেশি নয়। রাজধানী কিংবা বিভাগীয় শহরে প্রতিদিন হল খরচ গড়ে ২০ হাজার টাকা। এছাড়া, জেলা-উপজেলায় এটি ঠেকে ১০ থেকে ১২ হাজারে। এই খরচ উঠাতে না পারায় গেলো ১৫ দিনে হলগুলো লোকসান গুনেছে, প্রায় ১৫ কোটি টাকা।এই যখন পরিস্থিতি তখন নতুন ছবি মুক্তি দেয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন প্রযোজক-পরিচালকরা। পিছিয়ে গেছে বেশ কটি ছবি মুক্তির তারিখও। তবে যৌথ প্রযোজনার কারণে বাধ্য হয়ে মুক্তি দেয়া হয়েছে রোমিও বনাম জুলিয়েট সিনেমাটি। এমন অবস্থা চলতে থাকলে সিনেমা তৈরির বাজেট আরো কমবে। দূরূহ হয়ে পড়বে ভালো ছবি নির্মাণের যাত্রা। যে ধাক্কা সামলানোর এই মুহূর্তে সক্ষমতা নেই ঢালিউডের।
Advertisement