ভিয়েতনামের উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড় নিদার কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এখনো পর্যন্ত সাতজন নিখোঁজ রয়েছে। শুক্রবার সকালে গুয়েন আনহ তুয়ান নামে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, ভূমিধসে একটি বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। ভূমিধসের সময় ওই বাড়ির ভেতরে থাকা তিন শিশুর মৃত্যু হয়েছে। লাও চাই প্রদেশে ভূমিধস ও বন্যার কারণে সাতজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। ঘূর্ণিঝড় নিদা আঘাত হানার পরই দেশটিতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। শক্তিশালী ওই ঘূর্ণিঝড়ের কারণে প্রতিবেশী দেশ চীনের কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। টিটিএন/এমএস
Advertisement