আন্তর্জাতিক

শক্তি হারালেও আইএস এক হুমকি : ওবামা

ইরাক ও সিরিয়াতে ক্রমশ আইএসের শক্তি কমে যাচ্ছে। মার্কিন জোট ও রুশ বাহিনীর ক্রমাগত হামলায় দুর্বল হয়ে পড়ছে এই শক্তিশালী সংগঠনটি। তবে দুর্বল হলেও তারা এখনো বিশ্বজুড়ে এক হুমকি। এমনটাই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর বিবিসির। গত এক বছরে ইরাক ও সিরিয়ার বেশ কিছু অঞ্চলের দখল হারিয়েছে আইএস। তবে দখল হারালেও আইএস এখন তাদের যুদ্ধ বিশ্বের অন্য দেশগুলোতে সরিয়ে নিচ্ছে। ফলে ইরাক ও সিরিয়া ছাড়াও অন্যান্য দেশগুলোতে আইএসের কালো ছায়া পড়েছে।  পেন্টাগনে প্রতিরক্ষা বিষয়ক এক বৈঠকে ওবামা এসব কথা বলেন। বিশ্বের বিভিন্ন দেশে আইএসের হামলার আশঙ্কা প্রকাশ করে জঙ্গিদের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করেন ওবামা। টিটিএন/এমএস

Advertisement