তথ্যপ্রযুক্তি

কলম্বিয়ায় বিনামূল্যে ফেসবুক সেবা চালু

কলম্বিয়ায় বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করেছে শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক। প্রতিষ্ঠানটির প্রধান মার্ক জাকারবার্গ বুধবার দেশটি সফরে গিয়ে সেবাটির উদ্বোধন করেন। ইন্টারনেট ডটওআরজি প্রকল্পের অধীনে কলম্বিয়ার গ্রাহকরা বেশকিছু ওয়েসবাইট সেবাটির মাধ্যমে ব্যবহার করতে পারবেন। দেশটিতে এ ব্যাপারে ফেসবুককে সহায়তা করছে স্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টিগো। খবর রয়টার্স।লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে ফেসবুকের এ সেবা পাচ্ছে কলম্বিয়া। এছাড়া জাম্বিয়া, কেনিয়া ও তানজানিয়ায় এরই মধ্যে ফেসবুকের বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু রয়েছে। মূলত বিশ্বের ইন্টারনেট সুবিধাবঞ্চিত এলাকার গ্রাহকদেরই এ সেবা সরবরাহের প্রকল্প হাতে নিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। চীনে কবে নাগাদ এ সেবা চালু করা হবে এ প্রশ্নের উত্তরে জাকারবার্গ নীরব ছিলেন। বিশ্লেষকদের মতে, শিগগিরই চীনে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালুর কোনো পরিকল্পনা হয়তো নেই ফেসবুকের।প্রতিটি অঞ্চলে এ সেবা চালু করতে গেলে স্থানীয় আইন মেনেই তা সরবরাহ করতে হবে। সেক্ষেত্রে চীনে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালুর বিষয়টি এখনো অনিশ্চিত বলে জানান সংশ্লিষ্টরা। নতুন সেবার মাধ্যমে কলম্বিয়ার গ্রাহকরা উইকিপিডিয়া, আবহাওয়া-সংক্রান্ত ওয়েবসাইট, চাকরির খবর সরবরাহকারী ওয়েবসাইট, স্বাস্থ্যসেবা সরবরাহকারী ওয়েবসাইট ও ফেসবুকের সাইটে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

Advertisement