রাজনীতি

রোববার থেকে চাঁপাইনবাবগঞ্জে ৪৮ ঘণ্টার হরতাল

চাঁপাইনবাবগঞ্জে রোববার থেকে  ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ২০দলীয় জোট। জেলা বিএনপির সভাপতি ও জেলা ২০দলীয় জোটের সমন্বয়ক প্রাক্তন হুইপ অধ্যাপক শাহজাহান মিয়া জানান, তাদের নেতা মতিউর রহমানকে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে এবং বৃহস্পতিবার গ্রেফতারের নামে বাড়ি-ঘর ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয়েছে। এর প্রতিবাদে আগামী রোব ও সোমবার ৪৮ ঘণ্টার হরতাল দেওয়া হয়েছে।উল্লেখ্য, শুক্রবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ কানসাটে র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে মতিউর রহমান (২৫) নামের এক ছাত্রদল নেতা ও তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত হয়েছে। মতিউর রহমান শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গুহিপাড়া গ্রামের মন্টু আলীর ছেলে। সে শ্যামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিল। এই ঘটনার প্রতিবাদেই ৪৮ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে।

Advertisement