চট্টগ্রামের কক্সবাজার এলাকায় শতবর্ষী মুন্সী পুকুর সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পুকুরটির ভেতরে কোনো অংশ ভরাট, বন্ধ ও কোনো স্থাপনা থাকলে তা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন আদালত।মানবাধিকার সংগঠনের করা এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি কাশেফা হোসেনের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। আদালতে আবেদেনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ ও অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটির চেয়্যারম্যান, পরিবেশ অধিদফতরের পরিচালককে এই রায় বাস্তবায়ন করতে বলা হয়েছে। মুন্সী পুকুর দখল ও মাটি ভরাট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে মঞ্জিল মোরশেদ। রিটের শুনানি শেষে আদালত এই রায় দেন।এফএইচ/এমএমজেড/পিআর
Advertisement