হজ ব্যবস্থা নিয়ে প্রতারণা করলে প্রতারকদের বিরুদ্ধে বরাবরের মতো সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে কড়া হুশিয়ারি উচ্চারণ করলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। বৃহস্পতিবার প্রথম হজ ফ্লাইটে হজ যাত্রীদের বিদায়কালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।তিনি বলেন, কোনো হজ এজেন্সি যদি হজ যাত্রীদের সঙ্গে প্রতারণা করে বা অতিরিক্ত টাকা নেয়। আমরা তৎক্ষণিকভাবে ওই হজ এজেন্সির বিরুদ্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।এছাড়া এ ধরনের কোনো অভিযোগ থাকলে সরাসরি তাকে জানানোর কথাও বলেন মন্ত্রী।হজ যাত্রীদের বিদায়ের পর বিমানবন্দরে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হজ যাত্রীরা যেন সহজে ও নির্বিঘ্নে হজে যেতে পারেন সে জন্য সরকার ও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।এ সময় বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) এহসানুল গনি, বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদসহ সিভিল এভিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আরএম/আরএস/আরআইপি
Advertisement