বিনোদন

কনসার্ট বাতিল নিয়ে মুখ খুললো মাইলস (ভিডিও)

`বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলস- এর কয়েকজন সদস্য ধারাবাহিকভাবে ভারতবিরোধী মন্তব্য করেন` এই অভিযোগে সামাজিক মাধ্যমে প্রচারণার পরে কলকাতায় তাদের নির্ধারিত অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। ওই প্রচারণাকে সমর্থন জানিয়ে মাইলসের সঙ্গে একই মঞ্চে গান গাইতে অস্বীকার করে কলকাতার ব্যান্ড ফসিলস-ও। ফসিলস ব্যান্ডের কর্ণধার শিল্পী রূপম বলেন, `ওয়ার্ল্ড কাপ ক্রিকেট চলার সময় থেকেই মাইলসের দুই সদস্য হামিন আহমেদ আর শাফিন আহমেদ লাগাতার ভারতবিরোধী কটু কথা বলে থাকেন। সে কারণেই কলকাতার মাটিতে তারা কোনো কনসার্টে গাইতে পারবেন না।` মাইলসের সমালোচনা করে রূপম কলকাতার একটি পত্রিকাকে বলেন, ‘মাইলসের ভক্ত আমরা সবাই। কিন্তু তাদের এ ধরনের মন্তব্য প্রকাশের পর থেকে আর তাদের প্রতি সম্মান দেখানো যায় না। কথায় কথায় ভারতকে গালি দেওয়াটা তাদের একটা বড় উদ্দেশ্য। এ ধরনের মানুষ ভারতেই আবার অনুষ্ঠান করতে আসার স্বপ্ন দেখে কী করে? আয়োজকরাও কীভাবে এ ধরনের ব্যান্ডকে ভারতের স্বাধীনতা দিবসের কনসার্টের জন্য নির্বাচন করতে পারে বুঝতে পারছি না।’মাইলসের দুই সহোদর হামিন আহমেদ ও শাফিন আহমেদের ফেসবুকে ভারতবিরোধী ধারাবাহিক পোস্ট এবং মন্তব্যের কারণেই তাদেরকে বয়কটের ডাক দেয় ফসিলস। ফেসবুকে ‘বয়কট মাইলস’ নামে একটি পেজও তৈরি হয়। মাইলসকে বয়কটের দাবিতে বুধবার (৩ আগস্ট) বালিগঞ্জ ফাঁড়িতে কনসার্ট আয়োজকদের কার্যালয়ের সামনে বিক্ষোভ করার কথা ছিলো ফসিলস ভক্তদের। পরে অবশ্য তা বাতিল হয়েছে। পুরো বিষয়টি দু`দেশের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। বুধবার রাতে কনসার্ট বাতিল নিয়ে একটি ভিডিও বার্তা পোস্ট করে মাইলস তাদের ফ্যান পেজে। সেখানে শাফিন বলেন, ‘কলকাতার ব্যান্ড ফসিলস আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে, এটা আমরা জানতে পেরেছি। তারা যে আমাদেরকে বয়কটের ডাক দেবে তা আমরা আশা করিনি। সংগীতকে ভৌগলিক জায়গায় ভাবা ঠিক নয়।’ তিনি বলেন, ‘দেশের যে কোনো ব্যাপারে নাগরিক হিসেবে মন্তব্য করার অধিকার আমার আছে। এটাকে টেনে নিয়ে সাংস্কৃতিক আয়োজনের সঙ্গে মেলানোর কোনো প্রয়োজন ছিল বলে আমরা মনে করি না। দেশপ্রেমের কথা বলাটা ভারতবিদ্বেষ নয়। বিদ্বেষ সম্পূর্ণ ভিন্ন ব্যাপার।’একই ভিডিওতে মানাম বলেছেন, ‘আমরা চাই সাংস্কৃতিক বিনিময় আরও বাড়ুক। ভারতীয় শিল্পীরা এলে কিন্তু মাইলসের কেউ সমালোচনা করে না। ফসিলসও চাইলে যখন ইচ্ছে এ দেশে কনসার্ট করে যেতে পারবে। কিন্তু রূপম যেটা করেছে তা নোংরামি। এটা তার কাছ থেকে কাম্য নয়।` এনই/এলএ/এইচএন/এএ/আরআইপি

Advertisement