জাতীয়

ঈদে রাজধানীকে নিরাপত্তা বলয়ে রাখা হবে

ঈদ উপলক্ষে রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।তবে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নগরবাসীকেও ঘরের দরজা ও জানালা বন্ধের ক্ষেত্রে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান তিনি।রবিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।সংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘এ বছর ঈদে রাজধানী থেকে অন্তত ৫০ লাখ মানুষ ঢাকা ত্যাগ করবে। ফলে ঈদ পরবর্তী রবি অথবা সোমবার পর্ন্ত ঢাকা শহর ফাঁকা থাকবে। এ সময়ে যেন চুরি ও ডাকাতি না ঘটে সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’তিনি জানান, পাশাপাশি কমিউনিাটি পুলিশ, বাসা-বাড়ির নিরাপত্তা পাহারা আরও জোরদার করা হবে। তাদের সঙ্গে সংশ্লিষ্ট থানা পুলিশ সার্ক্ষণিক যোগাযোগ রাখবে। যেন কোনো চুরি বা ডাকাতির ঘটনা ঘটলে প্রতিরোধ করা যায়।যুগ্ম-কমিশনার বলেন, ‘প্রতিবছরই ঈদে রাজধানীতে চুরি ও ডাকাতির ঘটনা ঘটে। বিগত বছরের তুলনায় গত ঈদে তা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে।’

Advertisement