জাতীয়

স্বর্ণ উদ্ধার : বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি কার্গো থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলার আসামীরা হলেন বাংলাদেশ বিমান কর্মকর্তা মো.ইমরানুল ইসলাম (৩০৮১৮) ও মো.ওসমান গণি (৩৫৮৫৫)।স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত অভিযোগে বৃহস্পতিবার বিমানবন্দর তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করে থানায় শুল্ক গোয়েন্দা বিভাগ।  বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক (এডি) উম্মে নাহিদা আক্তার।উল্লেখ্য, গত বুধবার বিকেল পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ বিমানের একটি কার্গো থেকে ওই ১৪ কেজি স্বর্ণ জব্দ করে শুল্ক গোয়েন্দা ও শুল্ক বিভাগ। উদ্ধারকৃত ওই স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।জেইউ/এএ

Advertisement