আন্তর্জাতিক

যান্ত্রিক ত্রুটি : যাত্রীদের সরিয়ে নিলো ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান থেকে যাত্রীদের সরিয়ে নেয়া হয়েছে। যাত্রীদেরকে দ্রুত বিমান ত্যাগের নির্দেশ দিয়ে পাইলট বলেন, হাতের পাশে থাকা সব ধরনের ব্যাগ ছেড়ে এখনই বিমান থেকে নেমে যান। বুধবার সকালে লন্ডনের হেথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। বিমানটি উড্ডয়নের পূর্ব মুহূর্তে পাইলটের এ ঘোষণায় যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আতঙ্কিত যাত্রীরা দ্রুত বিমান ত্যাগ করেন। এমন সময় ব্রিটিশ এয়ারওয়েজের বিমান থেকে যাত্রীদের বিমান থেকে সরিয়ে নেয়া হয়েছে; যখন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আমিরাত এয়ারলাইন্সের একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার আমিরাত এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ এর একটি ফ্লাইট ভারতের থিরুভানানথাপুরাম বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। পরে দুবাই বিমানবন্দরে অবতরণের পর বিমানটিতে হঠাৎ আগুন ধরে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্রিটিশ এয়ারওয়েজের এক আরোহী টুইট বার্তায় লিখেছেন, বিমানের আসনে বসা মাত্রই নাটকীয় এ ঘটনার সূত্রপাত হয়। তিনি লিখেন, ‘আপনার সিট বেল্ট যখন বাঁধা হচ্ছে এবং আপনি বিমান উড্ডয়নের অপেক্ষায় আছেন। এমন সময় পাইলট ঘোষণা দেন, এখনই বিমান ত্যাগ করুন, সঙ্গে থাকা সব মালপত্র রেখে দ্রুত বিমান থেকে নেমে যান, কিছুক্ষণ পরেই অগ্নি-নির্বাপক ইঞ্জিন দেখা যায়’। ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র দেশটির জাতীয় দৈনিক দ্য সানকে বলেন, বিমানের প্রযুক্তিগত সমস্যা দেখা যাওয়ায় পূর্ব সতর্কতার অংশ হিসেবে যাত্রীদের নামিয়ে দেয়া হয়েছে। এসআইএস/এমএস

Advertisement