অর্থনীতি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে যুক্ত বিদেশিদের জন্য কর সুবিধা

উৎসে আয়কর প্রদান থেকে অব্যাহতি পাবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে যুক্ত বিদেশি কোম্পানি ও ব্যাক্তিবর্গ। তাদের শর্তসাপেক্ষে এই অব্যাহতি দেয়া হয়েছে।এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব নজিবুর রহমান স্বাক্ষরিত পৃথক পৃথক বিশেষ আদেশে ওই আয়কর অব্যাহতি দেয়া হয়েছে।এই আদেশের ফলে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নামে আমদানিকৃত বিভিন্ন পণ্য ও সেবায় এবং ঠিকাদারী কোম্পানির বিলসমূহে প্রযোজ্য উৎসে আয়কর এখন আর দিতে হবে না।একই সঙ্গে পরমাণু শক্তি কমিশন কর্তৃক প্রত্যায়িত ও রাশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক নিয়োজিত রুশ ও বিদেশি কর্মচারীদেরও আয়কর অব্যাহতি দেয়া হয়েছে। এর আগে চলতি বছরের মে মাসে এক আদেশে এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয়ভাবে সংগৃহীত পণ্য বা সেবার ছয়টি ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর (মূসক) মওকুফ সুবিধা দেয়া হয়েছিল।এনবিআর সূত্রে জানা গেছে, সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে চায়। এ লক্ষ্যে গত ২৮ জুলাই একটি বিশেষ আদেশ জারি করে। এতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নামে আমদানিকৃত পণ্য, যন্ত্রপাতি, সেবা ও দলিলাদি এবং প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান, রুশ কোম্পানির নিয়োগ করা সাব-কন্ট্রাকটরের প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট সরবরাহ বা ঠিকাদারী বিলসমূহের ওপর প্রদত্ত উৎসে আয়কর হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।এমএমজেড/এমএস

Advertisement