আন্তর্জাতিক

তুরস্কের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন

তুরস্কে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার পর গণগ্রেফতার শুরু করে এরদোয়ান সরকার। সরকারের এই কার্যক্রমের বিরুদ্ধে সমালোচনা করায় পশ্চিমাদের সঙ্গে সম্পর্কে বেশ টানাপড়েন দেখা দিয়েছে। ঠিক এমন সময়েই তুরস্কের গণতন্ত্রের প্রতি সমর্থন এবং সরকারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে সাক্ষাত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রধান সামরিক উপদেষ্টা এবং জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল জোসেফ ডানফোর্ড। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই সাক্ষাতে ডানফোর্ড তুরস্কে অভ্যুত্থান চেষ্টার ঘটনায় সরকারের প্রতি সহানুভূতি এবং তুরস্কের গণতন্ত্রের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশের সব খাতের কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার, চাকরিচ্যুতি ও বরখাস্তকরণ অভিযান শুরু করে। পশ্চিমা দেশগুলো এরদোয়ান সরকারের এ কর্মকাণ্ডের সমালোচনা করলে এরদোয়ানও পাল্টা জবাব দিয়ে নিজেদের চরকায় তেল দেয়ার পরামর্শ দিয়েছেন পশ্চিমাদের। টিটিএন/এমএস

Advertisement