বিনোদন

গল্পটা তিন মাসের...

আরফান নিশোর চলাফেরা সমাজের আর পাঁচটা মানুষের মতো না। একেবারেই আলাদা। মানবসেবা, নিজের স্বার্থ বিসর্জন দিয়ে মানুষের বিপদে দাঁড়াতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। জীবনের স্বাদ-আহ্লাদ বলতে যেন কিছু নেই নিশোর! তাছাড়া তার পোশাক-আশাকও আধ্যাত্মিক টাইপের। রঙ-বেরঙের ধুতি, পাঞ্জাবী, ফতুয়া পরেন। অনেকটা সন্ন্যাসীদের মতো! এটি নিয়ে তার পরিবার কিছুটা বিরক্ত।সে জন্য তার পরিবার সিদ্ধান্ত নেয় নিশোকে বিয়ে দেবে। একটা সময় শুরু হয় পাত্রী খোঁজা। ঘটনাক্রমে নিশোর পরিবার পাত্রী হিসেবে শবনম ফারিয়াকে পছন্দ করেন। কিন্তু ফারিয়ার প্রেমের সম্পর্ক থাকে ফারহান নামের অন্য এক ছেলের সঙ্গে। যে ফারিয়াকে বিয়ে করবে বলে তিন মাসে সময় চায়। এই সময়ের মধ্যে ফারিয়ার জীবনে এন্ট্রি নেন নিশো।কিন্তু ফারিয়া-নিশোর সম্পর্কটা প্রেমের নয়, নিছক অন্যকিছু। গল্পে বাঁকবদল ঘটে। কিন্তু এরপর কি হবে? বাকিটা জানতে ও দেখতে চাইলে নাটকটি প্রচার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বললেন নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। নাটকের নাম ‘একটি তিন মাসের গল্প’। রাজিউল হুদা দীপ্তের চিত্রনাট্যে এটি পরিচালনা করছেন মাবরুর রশিদ বান্নাহ। গতকাল রাজধানীর এরাপোর্টের পার্শ্ববর্তী বিভিন্ন লোকেশন নাটকটির দৃশ্যাধারণ শেষ হয়েছে। নাটকের সেটে বসে কথা হলো শবনম ফারিয়ার সঙ্গে। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খুব কম সংখ্যক নাটকে কাজ করছি। গল্প-স্ক্রিপ্ট-নির্মাতা-সহশিল্পী এই ক`টি জিনিস বেছে তারপর কাজ করি। ‘একটি তিন মাসের গল্প’ নাটকটির সবকিছুই আমার মনের মতো। তাছাড়া বান্নাহ ভাইয়ের নির্দেশনায় আগে অনেকবার কাজ করেছি, একজন শিল্পী কাছ থেকে তিনি সেরা কাজটা বের করে নিয়ে আসতে জানেন। আর নিশো ভাই সহশিল্পী হিসেবে অমায়িক একজন মানুষ। সবমিলিয়ে কাজটি খুব ভালো হবে আমি বিশ্বাস করি।’ নিশো বলেন, ‘গত ঈদে বান্নার নির্মাণে আমার অভিনীত `হান্ড্রেড আউট অব হান্ড্রেড` এবং `তিনি আমাদের বকর ভাই` নাটক দু’টির রেসপন্স খুব ভালো ছিল। আর তিন মাসের গল্প নাটকের গল্পটাও চমৎকার। এখানে আমার চরিত্রে বেশ ভ্যারিয়েশন আছে। আমার সহশিল্পী শবনম ফারিয়া খুবই মিষ্টি একটা মেয়ে। আমরা খুব স্বাচ্ছন্দ্যে কাজটি করছি। আশা করছি বরাবরের মতো এই নাটকটিও দর্শকদের কাছে বাড়তি ভালোলাগা উপহার দেবে।’ নিশো-ফারিয়া ছাড়াও নাটকটিতে অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন ফারহান, তাসনিম ইমা, অন্তরা আজিম প্রমুখ। নির্মাতা বান্নাহ জানালেন, আগামী ঈদে একটি তিন মাসের গল্প নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে। এনই/এইচএন/এএ/এমএস

Advertisement