দেশজুড়ে

জামালপুরে ভারতীয় হাতির তাণ্ডব : আতঙ্কে গ্রামবাসী

বন্যার পানিতে ভেসে আসা ভারতীয় বন্য হাতি তিনদিন ধরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অবস্থান নিয়েছে। খাবার সন্ধানে বার বার লোকালয়ে প্রবেশের চেষ্টা করায় আতঙ্কে রয়েছে গ্রামবাসী।  জানা গেছে, গত ২৮ জুন ভারতের আসাম রাজ্যের গহীন অরণ্য থেকে পানিতে ভেসে আসে হাতিটি। এরপর গত এক মাস ৫ দিন ধরে  হাতিটি প্রথমে আটকা পড়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের নয়াচরে। সেখান থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ হয়ে বগুড়া ও সিরাজগঞ্জের যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের বিভিন্ন স্থানে ছুটে বেড়ায় নিরাপদ আশ্রয় ও খাবারের খোঁজে। গত তিনদিন ধরে জামালপুরের সরিষাবাড়ীর সাতপোয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের অবস্থান করছে। বর্তমানে চরশিশুয়া গ্রামে অবস্থান করছে। আর বন্যার পানিতে অর্ধ তলিয়ে থাকা আখ খেয়ে ক্ষুধা মেটানোর চেষ্টা করছে দলছুট হাতিটি। এদিকে, বাংলাদেশ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দলসহ ৫ সদস্য বিশিষ্ট পুলিশের একটি টিম হাতিটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। হাতিটি কোনো শুকনো স্থানে না উঠায় বন্যপ্রাণী অপরাদ দমন ইউনিয়নের দলটি হাতিটি উদ্ধারে ব্যর্থ হচ্ছে। তবে হাতিটি তাণ্ডব চালিয়ে যাতে কোনো বড় ধরনের ক্ষতি করতে না পারে সেজন্য সকল প্রস্তুতি রেখে কাজ করছেন। তবে গত ২ দিনে রাতের আধারে গ্রামের ২টি বাড়িতে হানা দিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে হাতিটি। এ ব্যাপারে জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন, বৃহস্পতিবার ভারতীয় একটি প্রতিনিধি দল জামালপুর আসছেন। দলছুট ভারতীয় বন্য হাতিটিকে উদ্ধারে কি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।শুভ্র মেহেদী/এসএস/আরআইপি

Advertisement