দেশজুড়ে

সবাই সচেতন হলে জঙ্গিরা পালাবে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, জঙ্গিবাদ এখন একটি বৈশ্বিক সমস্যা এবং বাংলাদেশ তার বাইরে নয়। কোনোভাবেই জঙ্গি ও সন্ত্রাসবাদ যাতে মাথা চাড়া না দিতে পারে সেজন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি জঙ্গিবাদ মোকাবেলায় সবাই সচেতন হলে তারা পালিয়ে যেতে বাধ্য হবে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর গোড়ে শহীদ বড় ময়দানে জঙ্গিবাদবিরোধী আলোচনা সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সম্প্রতি দেশে যে ঘটনাগুলো ঘটেছে, এতে সারা বিশ্ব আমাদের পাশে দাঁড়িয়েছে। জঙ্গি ও সন্ত্রাস দমনে ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশসহ সব দেশের রাষ্ট্রপ্রধানরা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। জঙ্গি ও সন্ত্রাসবাদ যাতে মাথা চাড়া না দিতে পারে সেজন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।  ‘সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলুন, সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন’ স্লোগানে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনা সভার আগে শহরে জঙ্গিবাদবিরোধী র‌্যালি বের করা হয়।  অসংখ্য মানুষের অংশগ্রহণে ৫ কিলোমিটার লম্বা র‌্যালি শহর প্রদক্ষিণ করে। এ সময় পুরো শহর প্রায় দুই ঘণ্টা অচল হয়ে পড়ে। যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, বিজিবি দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল জাকির হোসেন। আলোচনা সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সভায় বক্তারা বলেন, প্রতিটি দেশই সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে ’৭১ সালে যেভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া হয়েছিল, এখনো ঠিক সেভাবে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সমাবেশে জেলা সদরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।এমদাদুল হক মিলন/এএম/এমএস

Advertisement