জাতীয়

২০১৮ সালের মধ্যে উৎপাদনে যাবে রামপাল

সুন্দরবনের নিকটবর্তী ১৩২০ মেগাওয়াটের রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প থেকে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।  রামপালে কয়লানির্ভর মৈত্রী সুপার তাপবিদ্যুৎ প্রকল্পটি ভারতের রাষ্ট্রায়ত্ত এনটিপিসির সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করা হচ্ছে।  এনটিপিসির সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এর দুটি ইউনিট থাকবে, যার প্রতিটির ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে।  এনটিপিসির এক বিবৃতিতে শনিবার বলা হয়, কলকাতায় শনিবার বিআইএফপিসিএল বোর্ডের একটি বৈঠক হয়। বৈঠকে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের কাজ শেষ করার ব্যাপারে জোর দেওয়া হয়।  বাংলাদেশ সরকারের বিদ্যুৎসচিব মনোয়ার ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরো অংশ নেন এনটিপিসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অরূপ রায় চোধুরী।  নানা অঙ্গন থেকে প্রতিবাদের ঝড় উঠলেও তা উপেক্ষা করে গত বছরের ৫ অক্টোবর রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

Advertisement