আন্তর্জাতিক

লিবিয়ায় আইএসের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা

লিবিয়ায় তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সমর্থিত লিবীয় সরকারের অনুরোধে ওই হামলা চালানো হয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর নগরী সির্তে আইএসের শক্তিশালী ঘাঁটিতে বিমান হামলা হয়েছে। লিবিয়ার প্রধানমন্ত্রী ফায়েজ আল-সারাজ টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেছেন, হামলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। লিবিয়ায় আইএসের উত্থান নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগ ক্রমান্বয়ে বাড়ছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র হামলা চালালো। লিবিয়ায় ঐক্যের সরকার গঠনের পর এই প্রথম মার্কিন বিমান হামলা চালানো হলো।  পেন্টাগণ বলছে, প্রেসিডেন্ট বারাক ওবামার সম্মতিতে আইএসের বিরুদ্ধে লড়াইরত মার্কিন বাহিনীর সমর্থনে ওই হামলা চালানো হয়েছে। এসআইএস/এবিএস

Advertisement