দেশের চলমান সহিংসতা বন্ধে সব রাজনৈতিক পক্ষের মধ্যে কার্যকর সংলাপ শুরুর আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের রাষ্ট্রদূতরা। বুধবার বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে মত বিনিময়কালে তারা এ আহবান জানান।রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মন্ত্রী ওই রাষ্ট্রদূতদের দেশের বর্তমান পরিস্থিতি এবং গত এক বছরে সরকারের কার্যক্রম সর্ম্পকে জানানোর জন্য এক ব্রিফিং এর আয়োজন করেন।রুদ্ধদ্বার ব্রিফিং-এ ইউরোপীয় ইউনিয়নভুক্ত ডেনমার্ক, সুইডেন, ইতালী, স্পেন, যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ড ও জার্মানির রাষ্ট্রদূতরা অংশ নেন। ব্রিফিং-এ পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন। তারা গণতান্ত্রিক অধিকার সংকুচিত করে সভা, সমাবেশে বাধা-নিষেধ আরোপ না করারও আহ্বান জানিয়েছেন।ব্রিফিং শেষে ইউরোপীয় ইউনিয়নের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন। অব্যাহত সহিংসতায় অনেকের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা এবং সম্পদের ক্ষতিসাধনে উদ্বেগ প্রকাশ করেন।বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলা এবং বুধবার সকালে রংপুরে যাত্রীবাহী বাসে আক্রমণের ঘটনায় ৪ জন নিহত ও অনেকে আহত হওয়ার কথা বৈঠকে বিশেষভাবে তুলে ধরা হয়। তারা এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহবান জানান।বিবৃতিতে জানানো হয়, ই্ইউ রাষ্ট্রদূতরা মতবিনিময়কালে বলেন- গণতান্ত্রিক অধিকার সংকুচিত হলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না। এসময় তারা সভা, সমাবেশের ওপর বিধি-নিষেধ আরোপ না করার জন্য আহ্বান ছাড়াও সকল পক্ষের মধ্যে অর্থবহ সংলাপ শুরু এবং সহিসংতা বন্ধেরও আহবান জানান।
Advertisement