খেলাধুলা

মোস্তাফিজের সঙ্গে তুলনায় যেতে রাজি নন রুবেল

আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র এক বছর বয়স বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমানের। অথচ এর মধ্যেই একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন এ তরুণ তুর্কি। পুরো ক্রিকেট বিশ্ব যেন মুগ্ধ এ পেসারের বোলিংয়ে। মোস্তাফিজকে অভিষেক থেকেই দেখছেন দলের আরেক পেসার রুবেল হোসেন। আর আট-দশজনের মত মোস্তাফিজে মুগ্ধ তিনিও। কাটার মাস্টারকে অন্যরকম বোলার মেনে তার সঙ্গে তুলনায় জেতে রাজি নন রুবেল।সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুবেল বলেন, ‘মোস্তাফিজের সঙ্গে তুলনা করার কিছু নেই। ও অন্যরকম বোলার। এটা শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বে মোস্তাফিজ প্রমাণ করেছে।’আইপিএল থেকে ইনজুরি নিয়ে দেশে ফিরেছিলেন মোস্তাফিজ। এর প্রায় দীর্ঘ দেড় মাস তার রিহ্যাবের পর কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে যাত্রা; কিন্তু সেখানেও দুর্ভাগ্য তাড়া করলো তাকে। দুই ম্যাচ খেলার পর তৃতীয় ম্যাচের আগে অনুশীলনে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। বাংলাদেশ দলের অগ্রগতির জন্য কাটার মাস্টারকে খুব প্রয়োজন- এটা জানেন রুবেল। তাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন বাংলাদেশের স্পিডস্টার খ্যাত এ পেসার।  ‘এখন সে (মোস্তাফিজ) ইনজুরিতে পড়েছে। আমি মনে প্রাণে চাই, খুব তাড়াতাড়ি বাংলাদেশ দলে ফিরে আসুক। বাংলাদেশ দলের জন্য তাকে প্রয়োজন। ও যখন দলে খেলে, তখন প্রতিপক্ষের ওপর এটা খুব চাপ তৈরী করে। আমরা সবাই চাই, মুস্তাফিজ দ্রুত ইনজুরি কাটিয়ে ফিরে আসুক।’দেশের বাইরে থাকায় অনেক দিন ধরেই মোস্তাফিজের সঙ্গে কথা হয় না বলে জানান রুবেল। তবে নিয়মিত কথা না হলেও নিজেদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে বলেও জানান এ পেসার।আরটি/আইএইচএস/এবিএস

Advertisement