আন্তর্জাতিক

এরদোয়ানকে অপহরণের চেষ্টায় ১১ সেনা আটক

তুরস্কে দু`সপ্তাহ আগে অভ্যুত্থানের সময় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অপহরণের চেষ্টা করেছিলেন এক দল সেনা। অভ্যুত্থান প্রচষ্টা ব্যর্থ হওয়ার পর ওই সেনাদের খুঁজে বের করা হয়েছে এবং মারমারিস থেকে তাদের আটক করা হয়েছে। খবর বিবিসির। অভ্যুত্থানের সময় এরদোয়ান অবকাশ যাপনের জন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি রিসোর্টে অবস্থান করছিলেন। সে সময় এরদোয়ানকে অপহরণের লক্ষ্যে তার হোটেলে হামলা চালিয়েছিল অভ্যুত্থানে অংশ নেয়া সেনারা। কিন্তু সেখান থেকে প্রেসিডেন্টকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। বিদ্রোহীরা এরদোয়ানকে অপহরণ করতে পারলেই তাদের অভ্যুত্থান প্রচেষ্টা সফল হয়ে যেত। সোমবার রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি সংবাদ সংস্থা জানিয়েছে, তুর্কি বিশেষ বাহিনী রোববার মুগলা প্রদেশের উলা জেলায় অভিযান চালিয়ে ওই ১১ সেনাকে আটক করেছে। সম্প্রতি এরদোয়ানের মানহানি করার অভিযোগে দায়ের করা প্রায় ২ হাজার মামলা প্রত্যাহার করে নিয়েছেন এরদোয়ান।  টিটিএন/এমএস

Advertisement