আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : বাংলাদেশের দ্বীপ

বাংলাদেশে রয়েছে উল্লেখযোগ্য কয়েকটি দ্বীপ। পুরনো দ্বীপের পাশাপাশি জেগে উঠেছে নতুন কিছু দ্বীপ। ফলে বাংলাদেশের ভৌগলিক অবস্থানে দ্বীপের গুরুত্ব অপরিসীম। তাই ‘বাংলাদেশের দ্বীপ’ নিয়ে আজকের আয়োজন।১. প্রশ্ন : নিঝুম দ্বীপের আয়তন কত?উত্তর : ৯১ বর্গ কিলোমিটার।২. প্রশ্ন : নিঝুম দ্বীপের পূর্ব নাম কী? উত্তর : বাউলার চর বা বালুয়ার চর।৩. প্রশ্ন : সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী? উত্তর : নারিকেল জিনজিরা। ৪. প্রশ্ন : সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?উত্তর : ৮ বর্গ কিলোমিটার।৫. প্রশ্ন : বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি?উত্তর : সেন্টমার্টিন।৬. প্রশ্ন : সর্ব দক্ষিণের স্থান কোনটি?উত্তর : সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ। ৭. প্রশ্ন : ছেঁড়াদ্বীপের আয়তন কত?উত্তর : ৩ বর্গ কিলোমিটার।৮. প্রশ্ন : ভারতের নৌবাহিনী কবে জোরপূর্বক দক্ষিণ তালপট্টি দ্বীপ দখল করে?উত্তর : ১৯৮১ সালে।৯. প্রশ্ন : দক্ষিণ তালপট্টি দ্বীপের আয়তন কত?উত্তর : ৮ বর্গ কিলোমিটার, দৈর্ঘ্য ৩.৫ কিলোমিটার ও প্রস্থ ৩ কিলোমিটার। ১০. প্রশ্ন : দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী?উত্তর : পূর্বাশা বা নিউমুন।১১. প্রশ্ন : বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি? উত্তর : মহেশখালী।১২. প্রশ্ন : আদিনাথ মন্দিরটি কোন দ্বীপে অবস্থিত? উত্তর : মহেশখালী।১৩. প্রশ্ন : কৃত্রিম উপায়ে বঙ্গোপসাগরে চর জাগানো সম্ভব কীভাবে?উত্তর : ক্রস ড্যাম পদ্ধতিতে।১৪. প্রশ্ন : সেন্টমার্টিনের কাছে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কী?উত্তর : গোলাচর।১৫. প্রশ্ন : দেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি? উত্তর : সুন্দরবন।১৬. প্রশ্ন : অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি? উত্তর : সুন্দরবন।১৭. প্রশ্ন : সোনাদিয়া দ্বীপ কোথায় অবস্থিত?উত্তর : কক্সবাজারের পশ্চিমে।১৮. প্রশ্ন : পর্তুগীজরা কোন দ্বীপে বসবাস করত? উত্তর : ভোলার মনপুরা দ্বীপে।১৯. প্রশ্ন : টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপের মাঝে অবস্থিত বঙ্গোপসাগরের অংশটুকুর নাম কী?উত্তর : বাংলা চ্যানেল।২০. প্রশ্ন : তজুমদ্দিন দ্বীপ কোথায় অবস্থিত?উত্তর : ভোলা।এসইউ/এমএস

Advertisement