চীনের মুসলমান অধ্যুসিত জিনজিয়াঙ প্রদেশে বোরকা পরিধান নিষিদ্ধ করেছে প্রাদেশিক সরকার। জিনজিয়াঙে ক্রমাগত বেড়ে চলা ধর্মীয় কট্টরপন্থিতা রোধে সরকার এই ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয়েছে।চলতি সপ্তাহের শুরুতে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে প্রদেশিক সরকার।চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বোরকা উইঘুর নারীদের ঐতিহ্যবাহী পোশাক নয়। এমনকি বেলজিয়াম ও ফ্রান্সের মতো দেশে জনসমাগমস্থলে বোরকা পরিধান নিষিদ্ধ।উল্লেখ্য, চীনে উইঘুর মুসলমানদের বেশিরভাগই বসবাস করেন জিনজিয়াঙ প্রদেশে। সম্প্রতি জিনজিয়াঙে প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে। প্রাদেশিক সরকার এরজন্য সেখানে মুসলমানদের মধ্যে ক্রমবর্ধমান কট্টরপন্থিতাকে দায়ী করছে।
Advertisement