জাতীয়

বিদেশিদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিদেশি ব্যবসায়ী ও কূটনীতিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সরকারের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ফলে পরিস্থিতি এখন প্রায় স্বাভাবিক। আশা করা যাচ্ছে আগামীতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না।তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে দেশবাসী এখন ঐক্যবদ্ধ। ধর্মের নামে যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, সে বিষয়ে দেশের আলেম সমাজ বিবৃতি দিয়েছে, মসজিদে মসজিদে সন্ত্রাসের বিরুদ্ধে বয়ান হচ্ছে। বাংলাদেশে বিদেশিদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরি মায়াউডনের নেতৃত্বে আগত কূটনীতিক ও ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিদেশি ব্যবসায়ী, কূটনীতিক বা মধ্যস্থতাকারী সবাই নিরাপদে থাকবেন এবং বিনিয়োগের কাজ স্বাভাবিকভাবেই করবেন। ইইউয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগে এর কোনো প্রভাব পড়বে না। এসময় কূটনীতিক ও ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।ইইউয়ের সঙ্গে চলমান বাণিজ্য অব্যাহত ও জোরদার করার জন্য কূটনীতিক ও ব্যবসায়ীরা বাণিজ্যমন্ত্রীর কাছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির আহ্বান জানালে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে কার্যকর সব ব্যবস্থা গ্রহণ করেছে। গুলশানের ঘটনার পর সন্ত্রাসীদের একাধিক পরিকল্পনা নস্যাৎ করে দেয়া হয়েছে। আপনারা চাইলে যেকোনো ধরনের সহযোগিতা দেবে সরকার।তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন বিজনেস কাউন্সিল একযোগে কাজ করছে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি ও ব্যবসায়িক সমস্যা সমাধানের লক্ষ্যে গঠিত ত্রি-প্লাস ফাইভ অর্থাৎ তিন সচিব এবং পাঁচ রাষ্ট্রদূতের সমন্বয়ে গঠিত কমিটি ১৮ আগস্ট সভা করবে। সেখানে বাণিজ্য-বিনিয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল, স্পেনের রাষ্ট্রদূত এডোয়ার্ডো ডি লেইগলেসিয়া ওয়াই ডেল রোসেল, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিয়োনি কোয়েলিনেয়ার, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত আলিসন ব্লেক, ইতালির চার্জ দ্য এফেয়ার্স জিওসিপি সেমেনজা এবং জার্মানি ও ডেনমার্কের প্রতিনিধি।এমইউএইচ/বিএ/পিআর

Advertisement