এক প্রান্তে তামিম-মাশরাফিসহ জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদের নিয়ে তৈরি একাদশ। অন্য প্রান্তে আকরাম-পাইলট-সুজনদের মত সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠিত একাদশ। মিরপুর শেরেবাংলায় দ্বিতীয়দিনের মত নেমেছিলে এ দু’দল। তবে সাবেক ক্রিকেটারদের সঙ্গে দ্বিতীয় প্রীতি ম্যাচে এসে হেরে গেলেন বর্তমান সময়ের ক্রিকেটাররা। ফলে তিন ম্যাচের সিরিজের এ প্রীতি সিরিজে ১-১ এ সমতা আনতে সমর্থ হলো আকরাম-পাইলটরা।ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। ফিটনেস অনুশীলনের অংশ হিসেবে এ ক্যাম্পে প্রায়ই ফুটবল খেলেন ক্রিকেটাররা। তবে সাবেক ক্রিকেটারদের বিপক্ষে এই ম্যাচে মাশরাফিরা খেললেন একটু সিরিয়াসভাবেই। কারণ এ সিরিজে রয়েছে পুরস্কারের ব্যবস্থা। পুরস্কারের এই অর্থ দেয়া হবে দুস্থ শিশুদের জন্য। এ কারণেই জয়-পরাজয় নির্ধারণে খেলা গড়ায় টাইব্রেকারে। মূল সময়ের খেলা ছিল গোলশূন্য ড্র। তাতে জয় পায় সাবেক ক্রিকেটাররা।প্রথম ম্যাচে জয়ের পর এক লাখ টাকা বাজিতে জিতেছিল বর্তমান জাতীয় দল। তবে এ ম্যাচে হারার পর সে টাকা ফেরত দিতে হয় তাদের। বাজির এ টাকা আগামী ঈদুল আজহায় দুস্থ শিশুদের দান করতেন বলে জানিয়েছেন বর্তমান ক্রিকেটাররা।আগের ম্যাচে সাবেকদের হয়ে খেলা হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজন এদিনের ম্যাচে ছিলেন না। তবে যথারীতি বর্তমান দলে ছিলেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, রকিবুল হাসান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, নাসির হোসেন ও তাইজুল ইসলামরা।উল্লেখ্য, এর আগে প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুশফিকুর রহীম ও নাসির হোসেনের গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল বর্তমান ক্রিকেটারদের দল।আরটি/আইএইচএস/আরআইপি
Advertisement