জোকস

আজকের জোকস : ৪০০ বছরের পুরনো

৪০০ বছরের পুরনোজাদুঘরে বেড়াতে গিয়ে বেখেয়ালে একটা চেয়ার ভেঙে ফেলল রাকিব। হন্তদন্ত হয়ে ছুটে এল জাদুঘরের কর্মচারী। কর্মচারী : আরে করেছেন কী? জানেন, এই চেয়ারটা ৪০০ বছরের পুরনো!রাকিব : যাক, বাঁচালেন। আমি তো ভেবেছিলাম নতুন!****এটাই আমার দুর্ভাগ্যজুনায়েদ তার প্রেমিকাকে বলছে-জুনায়েদ : আমি যদি শিল্পী হতাম, তুমি হতে আমার ছবি। আমি যদি কবি হতাম, তুমি হতে আমার ছন্দ। আমি যদি গায়ক হতাম, তুমি হতে আমার গান। প্রেমিকা : কিন্তু তুমি তো কার্টুনিস্ট।জুনায়েদ : এটাই আমার দুর্ভাগ্য!****পুরস্কার পাওয়ার পরপ্রবন্ধ লেখা প্রতিযোগিতায় প্রথম হয়েছে শাকিলা। পুরস্কার হাতে পাওয়ার পর তাকে কিছু বলার জন্য অনুরোধ করা হলো। মঞ্চে দাঁড়িয়ে বলতে শুরু করল-শাকিলা : প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই ইন্টারনেট, গুগল, উইকিপিডিয়া, মাইক্রোসফট অফিস এবং কপি-পেস্ট কে…।****ভোটকেন্দ্রে দুই ভোটারসলিম : জব্বার, দোস্ত দেখ, তুই কলা মার্কায় ভোট দিবি। আর আমি মুরগি মার্কায়। দু’জনের ভোট কাটাকাটি হইয়া গেল। কেউ আগাইল না, পিছাইলও না। তাইলে আমাগো ভোট দিয়া কী লাভ?জব্বার : ঠিকই তো কইলি। তাইলে আর লাইনে দাঁড়ায়া কী হইব? চল, যাইগা।দু’জন লাইন থেকে বেরিয়ে এল। পেছন থেকে এক বৃদ্ধ সলিমকে বললেন-বৃদ্ধ : দু’জন মিলে ভালোই তো চুক্তি করলা।সলিম : হ চাচা, সকাল থেকে পাঁচজনের সঙ্গে এই চুক্তি করছি।এসইউ/এমএস

Advertisement