গণভোটে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার রায় আসার পর দেশটিতে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থী কমার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমন কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে ব্রেক্সিটের প্রভাবে দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশ পর্যন্ত কমতে পারে। লন্ডনভিত্তিক কলেজ এবং ক্যারিয়ার বিষয়ক সেবাদানকারী একটি প্রতিষ্ঠান ১ হাজার ১৪ জনের সঙ্গে কথা বলে এমন তথ্য পেয়েছে। এর মধ্যে ৬ শতাংশ বলেছে, ব্রেক্সিটের পর তারা কোনোভাবেই ব্রিটেনে পড়তে যাবে না। যাদের সাক্ষাৎকার নেয়া হয়েছে তাদের ৩২ শতাংশ বলেছেন, এখন তারা শিক্ষার জন্য কানাডাকেই বেছে নেবেন। এছাড়া পরবর্তী পছন্দ হিসেবে থাকছে জার্মানি, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। ইউকে কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্সের তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ৪ লাখ ৩৬ হাজার ৫৮৫ জন বিদেশি শিক্ষার্থী ব্রিটেনে লেখাপড়া করেছেন। এনএফ/এমএস
Advertisement