জাগো জবস

কেন করবেন ফ্রিল্যান্সিং

ফ্রিল্যান্সিং জগতে টিকে থাকতে প্রয়োজন সাধনা ও ত্যাগ। এর কোনো একটি ধরে রাখতে না পারলে সফল হওয়া সম্ভব নয়। এছাড়া ফ্রিল্যান্সিংয়ের জন্য দুটি বিষয় অত্যন্ত জরুরি। প্রথমত দক্ষতা, দ্বিতীয়ত ধৈর্য। আপনার যদি কাজের ভাল দক্ষতা থাকে, কিন্তু ধৈর্য না থাকে তবে সফল হওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে আপনার অনেক ধৈর্য আছে কিন্তু কাজের দক্ষতা নেই তাহলেও সফল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আর যাদের ধৈর্য নেই তাদের ফ্রিল্যান্সিংয়ে না আসাই ভালো।যারা ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলছি, আগে দক্ষতা অর্জন করুন, ধৈর্য ধরুন, নিজের উপর আস্থা রাখুন এবং চেষ্টা করে যান। তাহলে সফলতা আপনার হাতে এসে ধরা দেবে।মনে রাখবেন, প্রথমেই আপনাকে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে। ইংরেজিতে দক্ষ না হলে আপনি প্রতিটি ক্ষেত্রেই বাধার সম্মুখীন হবেন। দক্ষতা অর্জনের জন্য আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়গুলোর উপর প্রফেশনাল ট্রেনিং নিতে হবে। দক্ষ কারো নিকট থেকে শেখার চেষ্টা করতে হবে। গুগলে সার্চ করে, ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল দেখে এবং বিভিন্ন ব্লগ থেকেও আপনি অনেক কিছুই শিখতে পারবেন।  আসুন জেনে নেই ফ্রিল্যান্সিংয়ের জন্য শুরুত্বপূর্ণ কিছু টিপস-১. ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে প্রথমেই অনেক বড় ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এমন মানসিকতা নিয়েই ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করতে হবে।২. কখনোই মনে করা যাবে না যে, ফ্রিল্যান্সিং শুরু করেই রাতারাতি বড়লোক হয়ে যাব।৩. আত্মবিশ্বাস রাখুন। আয় করার অনেক পথ আছে। আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে গিয়েই যদি ভাবতে থাকেন  এই পথে সফল হওয়া সম্ভব নয়, তাহলে কাজের শুরুতেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন।৪. আপনি কাজ পাওয়ার জন্য যে প্রতিযোগিতা করবেন সেগুলো যেন গ্রহণযোগ্য হয়। ৫. ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আপনার টাকা আয় করার চেয়ে অর্জনের গুরুত্ব অনেক বেশি। এটা হাইলাইট করার চেষ্টা করুন। আর সবসময় বায়ারের বাজেটের মধ্যে বিড করুন।৬. কাজের জন্য বিড করার সময় কভার লেটারটি অবশ্যই আকর্ষণীয় করে লিখবেন।৭. একটি কভার লেটার বার বার কপি করে সেটা সব জায়গায় পেস্ট করবেন না, তাহলে কাজ পাওয়ার যে সম্ভাবনা থাকবে সেটাও হারাবেন।৮. সাধারণত কাজ পাওয়ার মূখ্য সময় গভীর রাত অর্থাৎ রাত ১টা থেকে ৪টা। এ সময় কাজ বেশি পোস্ট হয়, তাই এই সময় অ্যাপ্লাই করলে কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। ৯. ‘পেমেন্ট মেথড ভেরিফাইড’ এমন বায়ার দেখেই কাজের জন্য অ্যাপ্লাই করবেন। এছাড়া অন্য বায়ারদের গ্যারান্টি নেই, আপনাকে দিয়ে কাজ করিয়ে উধাও হয়ে যেতে পারে।১০. যেকোনো ক্ষেত্রে সফল হওয়ার জন্য পরিশ্রম করতে হয়। তবে আয়ের যে বিষয়গুলো আপনার ভালো লাগে, সে বিষয়গুলো নিয়মিত স্টাডি করুন।এসইউ/এমএস

Advertisement