আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : বাংলাদেশের ভৌগলিক অবস্থান- ৪র্থ পর্ব

যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিগত বছরের বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। আজ ‘বাংলাদেশের ভৌগলিক অবস্থান’ নিয়ে আজকের আয়োজনের ৪র্থ পর্ব-১. প্রশ্ন : মাধবকুণ্ড জলপ্রপাতে কতফুট উপর থেকে পানি নিচে পতিত হয়? উত্তর : ২৫০ ফুট। ২. প্রশ্ন : বাংলাদেশের সাথে সরাসরি সীমান্ত যোগাযোগ আছে কোন কোন দেশের? উত্তর : ভারত ও মায়ানমারের। ৩. প্রশ্ন : বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত আছে? উত্তর : ৫টি। ৪. প্রশ্ন : বাংলাদেশের সাথে ভারতের কোন কোন রাজ্যের সীমান্ত আছে? উত্তর : পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম। ৫. প্রশ্ন : কোন যুগে বাংলাদেশের পাহাড়সমূহ গঠিত হয়? উত্তর : টারশিয়ারী যুগে। ৬. প্রশ্ন : ঢাকার প্রতিপাদ স্থান কোনটি? উত্তর : চিলির কাছে প্রশান্ত মহাসাগরে। ৭. প্রশ্ন : বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন দ্বীপপুঞ্জ আছে? উত্তর : আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ৮. প্রশ্ন : অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর : দুই ভাগে। ৯. প্রশ্ন : বাংলাদেশের মোট নদ-নদীর দৈর্ঘ্য কত? উত্তর : প্রায় ২৪,১৪০ বর্গ কিলোমিটার। ১০. প্রশ্ন : বাংলাদেশ-ভারত সীমান্তে ‘নো ম্যানস ল্যান্ড’ হিসেবে ব্যবহৃত হয়- উত্তর : জিরো পয়েন্টের উভয় দিকে।১১. প্রশ্ন : ‘নো ম্যানস ল্যান্ড’ এ জমির পরিমাণ কতটুকু?উত্তর : ৪৫০ ফুট।১২. প্রশ্ন : আয়তনে সবচেয়ে বড় বিভাগ কোনটি?উত্তর : চট্টগ্রাম। ১৩. প্রশ্ন : আয়তনে সবচেয়ে ছোট বিভাগ কোনটি? উত্তর : সিলেট। ১৪. প্রশ্ন : জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি? উত্তর : ঢাকা। ১৫. প্রশ্ন : জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি? উত্তর : বরিশাল। ১৬. প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? উত্তর : পঞ্চগড়। ১৭. প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? উত্তর : কক্সবাজার। ১৮. প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা কোনটি? উত্তর : বান্দরবান। ১৯. প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা কোনটি? উত্তর : চাপাইনবাবগঞ্জ।২০. প্রশ্ন : আয়তনে সবচেয়ে বড় জেলা কোনটি? উত্তর : রাঙ্গামাটি।এসইউ/পিআর

Advertisement