দেশজুড়ে

বন্যায় জামালপুরে ট্রেন চলাচল বন্ধ

বন্যায় রেললাইন ডুবে যাওয়ায় জামালপুর থেকে দেয়ানগঞ্জ রেলস্টেশন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার পর থেকে এ পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ শনিবারও ব্রহ্মপুত্রের পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে   জানান রেলওয়ে কর্তৃপক্ষ। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুল ইসলাম মজুমদার জানান, জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের দুরমুঠ, ইসলামপুরসহ কয়েকটি স্থানের রেললাইন বন্যার পানিতে ডুবে গেছে। তাই ঝুঁকিপূর্ণ হওয়ায় রাতে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে, ৬৮ ইউনিয়নের মধ্যে ৩৬টি পানির নিচে তলিয়ে আছে। প্রায় পাঁচ লাখ লোক পানিবন্দি অবস্থায় রয়েছে। দুর্বিষহ জীবন যাপন করছেন তারা। সরিষাবাড়ির কেন্দুয়া কালিবাড়ি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। ব্রহ্মপুত্রের পানি বিপদ সীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন জানান, শুক্রবার ১৯৭ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। সেসব বিতরণ চলছে। বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।এমএ/একে/পিআর

Advertisement