টানা কয়েক দিনের অবরোধে ডিজেল শূন্য হয়ে পড়েছে গোটা গাইবান্ধা জেলা। এতে বিপাকে পড়েছেন সাধারণ কৃষক। ব্যাহত হচ্ছে আগাম ইরি-বোরো চাষাবাদ।জেলার ১৫টি তেল পাম্প ঘুরে জানা গেছে, কয়েক দিনের টানা অবরোধের কারণে ডিজেল ও পেট্রোল পরিবহন করতে না পারায় দু’দিন যাবৎ ব্যাপক হারে ডিজেলের অভাব দেখা দিয়েছে পাম্পগুলোতে।এদিকে আগাম ইরি-বোরো চাষে কৃষকদের ডিজেল চাহিদা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। সরবরাহ না থাকায় কৃষক ডিজেল না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছে। এতে করে সঠিক সময়ে কৃষকরা ডিজেল না পাওয়ায় ইরি-বোরো চাষাবাদ শুরু করতে পারছেন না জেলার কৃষকরা।সাদুল্যাপুর উপজেলার কৃষক জাকির হোসেন ও পলাশবাড়ী উপজেলার মাসুদ মিয়া বলেন, পাম্পে তেল না পাওয়ায় সঠিক সময়ে চাষাবাদ করতে পারছি না।পাম্প মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যমুনা ও পদ্মা ওয়েল কোম্পানি থেকে নিয়মিত তেল নিয়ে এসে বিক্রি করতেন। কিন্তু অবরোধের কারণে তেল বাহী গাড়ি দেশের বিভিন্নস্থানে আটকে পড়েছে। ফলে তেল শূন্য হয়ে পড়েছে ডিপো।
Advertisement