দরজা এই দিকেক’দিন পর পূজা। কাপড় ব্যবসায়ী হরিপদ পড়েছেন বিপাকে। কথা নেই বার্তা নেই, পূজার আগে তার দু’জন প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে গেছে। হরিপদের দোকানটা নিচতলায়। দোতলায় একটা নতুন কাপড়ের দোকান বড় করে সাইনবোর্ড ঝুলিয়েছে, ‘সকল জামার মূল্যে ৩০% ছাড়!’ তিনতলায় আরও একটা নতুন দোকান সাইনবোর্ড ঝুলিয়েছে, ‘সকল জামা-কাপড় সর্বনিম্ন দামে।’ভেবেচিন্তে হরিপদও একটা সাইনবোর্ড লিখে দরজার সামনে লাগিয়ে দিলেন। তাতে লেখা, ‘দরজা এই দিকে!’****রাত পর্যন্ত থাকবেছোট্ট খোকা এক সকালে দোকানের একটা সাইকেল দেখিয়ে বলল-খোকা : আঙ্কেল, আপনাদের এই সাইকেলটা কি রাত পর্যন্ত থাকবে?দোকানদার : নিশ্চয়ই। কিন্তু কেন?খোকা : কারণ, আমি এখন বাড়ি গিয়ে সাইকেলটা কেনার জন্য ঘ্যান ঘ্যান শুরু করব। দুপুর নাগাদ বিরক্ত হয়ে মা আমাকে মারবেন। সন্ধ্যা অবধি আমার কান্না থামবে না। বাধ্য হয়ে রাতে বাবা আমাকে সাইকেলটা কিনে দেবেন।****দোকান খোলার আগেবিচারক : আপনার অপরাধ?অভিযুক্ত ব্যক্তি : আমি আমার পূজার কেনাকাটা একটু আগেভাগে সেরে ফেলতে চেয়েছিলাম।বিচারক : কতখানি আগে?অভিযুক্ত ব্যক্তি : দোকান খোলার আগে।****আমি বাসায় থাকবজলিল সাহেব এক সকালে বলছেন-জলিল সাহেব : আজকে ছুটির দিন। সপ্তাহের এই দিনটা আমি একটু শান্তিতে কাটাতে চাই। তাই সিনেমা হলের তিনটা টিকিট কেটে আনলাম।জলিলের স্ত্রী : সে তো ভালো কথা। কিন্তু টিকিট তিনটা কেন গো? তুমি-আমি আর কে যাবে?জলিল সাহেব : তুমি-আমি না। তুমি আর বাচ্চারা যাবে। আমি বাসায় থাকব।এসইউ/পিআর
Advertisement