জাতীয়

শেষ পর্যায়ে বন্দী স্থানান্তর

ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে শুক্রবার রাত ৯ টা পর্যন্ত মোট ৬ হাজার ২২ জন বন্দীকে স্থানান্তর করা হয়েছে। কারাগারে মোট ৬ হাজার ৪০০ জন বন্দী রয়েছেন। সে হিসাব অনুযায়ী বন্দী স্থানান্তর প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল থেকে আসামিদের স্থানান্তর করা হচ্ছে। মোট ১৯ ধাপে ৬ হাজার ২২ জন বন্দীকে স্থানান্তর করা হয়েছে। এই প্রক্রিয়ায় মোট ৬ হাজার ৪০০ জনকে কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হবে। আজ রাতের মধ্যেই স্থানান্তর প্রক্রিয়া শেষ হবে বলে জানান কর্নেল ইকবাল।এর আগে শুক্রবার সকাল থেকে শুরু হয় বন্দী স্থানান্তর। স্থানান্তরকে কেন্দ্র করে নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারের চারদিকের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। কারগার এলাকায় প্রবেশের চারদিকের পথ অর্থাৎ চাঁনখাঁরপুল, বংশাল, চকবাজার, বেগম বাজারের সড়ক থেকে কারাগারের দিকে প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে।এআর/এএস/জেএইচ/এমএস

Advertisement